সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্টের কাছ থেকে পাথর আনতে গিয়ে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ শ্রমিক সাজল মিয়ার (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার(২৭ এপ্রিল) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে গোয়াইনঘাট থানা পুলিশ।
নিখোঁজ সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় ঘটনার তিনদিন পর সাজল মিয়ার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট তৈরি করে।
উল্লেখ, গত বৃহস্পতিবার বৈরি আবহাওয়ার সময় একদল শ্রমিক টহলরত পুলিশ ও বিজিবির চোখ ফাঁকি দিয়ে ইসিএ এলাকার জাফলং জিরো পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে পাথর আনতে যান। পাথর নিয়ে আসার সময় নদীতে প্রবল স্রোত ও হঠাৎ বৈরি বাতাসের কারণে তারাহুড়া করতে গিয়ে।পাথরবোঝাই নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা আশিকুল ইসলাম সাঁতার কেটে নদীর তীরে উঠলেও সাজল মিয়া নিখোঁজ থেকে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার এসআই জহর লাল দত্ত জানান, নিখোঁজ সাজল মিয়ার মরদেহ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।