জামালপুর উপজেলায় নরুন্দি ইউনিয়নে ধান ক্ষেতের আড়াল থেকে তিনটি গাঁজা গাছসহ মো: আকাশ (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে গাছগুলো উদ্ধার করা হয়। 

আটক মো: আকাশ ওই এলাকার দুলাল মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নয়াপাড়া গ্রামের দুলাল মিয়ার বাড়ির পেছনে পুকুরের পাশে ধান ক্ষেত থেকে তিনটি গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাছ একদমই ছোটো। পরে আকাশ নামের এক যুবককে আটক করা হয়।  

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) ওবায়দুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে আকাশ। নিয়মিত মাদক মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।