ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন ডিওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রী পাস কোর্স) করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং শিক্ষার্থীরা। সোমবার সকাল বৃলা ১১টায় জয়পুরহাট জেনারেল হাসপাতাল চত্বরে জেলা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আয়োজনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় জেলা ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের আহ্বায়ক জাকিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব বেবী আক্তার, নার্সিং শিক্ষার্থী ফাইজুল ইসলাম, সাগর ইসলাম, আহনাফ তাহমিদ সৈকত, নওরিন, সাকলাইনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কাউন্সিল সংস্কার কমিটিতেও ডিগ্রী পাশের সনদের দাবি তুলে ধরা হয়েছিল কিন্তু কি কারণে বাদ দেওয়া হয়েছে জানা নেই। এইচএসসির পর ডিপ্লোমা করার পর ডিগ্রী সমমান পদমর্যাদা করার জোর দাবি জানান। দাবি মানা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন করার হুশিয়ার করা হয়েছে।