গ্রেফতারকৃত আসামী জুলহাস এবং কাজল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল আসামী জুলহাস এবং সোহাগ এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ১৪-০৪-২০২৫ তারিখ জয়পুরহাট জেলার সদর থানাধীন বনখুর এলাকায় মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জুলহাস এবং কাজল কে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আসামীদ্বয়ের নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।