যশোরের ঝিকরগাছায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৬ এপ্রিল রবিবার সকাল সাড়ে১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলা মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
তিনি সকলের উদ্দেশ্যে বলেন,একমাত্র খোলাধুলার মাধ্যমে সুস্থ্য প্রতিযোগিতা শুরু করা যায়। সুস্থ্য প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের মেধা বিকাশ করতে পারি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম,উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নান্নু রেজা,উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার নয়ন বাবু চৌধুরী,উপজেলা আইসিটি অফিসার মইনুল ইসলাম,যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা তথ্য আপা রেকসোনা সুলতানা,ইউডিএফ দুলাল পদ দেবনাথ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, প্রেসক্লাবের নির্বাহী সদস্য আফজাল হোসেন চাঁদ, যুগান্তর পত্রিকার সংবাদদাতা মহসিন আলম, দৈনিক যশোরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী জিন্নাহ,সাংবাদিক সেলিম হোসেন,উপজেলা পরিষদের সিএ ইমদাদুুল হক ইমদাদ,ছাত্র সমন্বয়কের সদস্য সচিব আখি খাতুন।