পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বুকল্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যশোরের ঝিকরগাছায় গরীব, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯র্মাচ) ২৮ রমজান দুপুর সাড়ে ১২টায় ঝিকরগাছা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম বুকল্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে দুস্থদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সেক্রেটারী মো. তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ঝিকরগাছা অফিস প্রধান তারিক মোহাম্মদ, সাংবাদিক রাফিউল ইসলাম, মো. শরিফুল ইসলাম প্রমূখ।
বুকল্যান্ডের ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো, পোলাও চাল, সেমাই, চিনি, গুড়োঁ দুধ, কিচমিচ, বাদাম, দারুচিনি, এলাচ, লবন ও সয়াবিন তেল। বুকল্যান্ডের পক্ষ থেকে ২৫টি পরিবার এই ঈদ উপহার সামগ্রী পেয়ে অনন্দ প্রকাশ করেছেন।