জয়পুরহাট জেলা র্যাব-৫, সিপিসি-৩ কর্তৃক ৯০ পিচ ট্যাপেন্টাডল, ০১টি মোবাইল এবং মাদক বিক্রয়ের নগদ ১৫০০/- সহ ২ জন মাদককারবারীকে আটক করেন।
জয়পুরহাট জেলা র্যাব-৫, সিপিসি-৩ এর একটি গয়েন্দা দল মাদককারবারীদের এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ১৫-০৪-২০২৫ তারিখ নওগাঁ জেলার বদলগাছী থানাধীন শ্যামপুর এলাকায় মাদক কারবারী তহুরুলকে আটক করে এবং অপর মাদক কারবারী মোহাম্মদ আলী কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত তহুরুল এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ৯০ পিচ ট্যাপেন্টাডল, ০১টি মোবাইল এবং মাদক বিক্রয়ের নগদ ১৫০০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী তহুরুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোঃ তহুরুল ইসলাম (৩৫), পিতা-মৃত আলেম, সাং-চানপুর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ এবং অপর পলাতক আসামীর নাম মোহাম্মদ আলী (৪০), পিতা-মৃত মোসলেম, সাং-সাগরপুর গোয়ালপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ। মাদক কারবারী তহুরুল এবং পলাতক আসামী মোহাম্মদ আলী উভয়েই চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো বলে জানায়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট জেলা র্যাব-৫, সিপিসি-৩ সাংবাদিকদের আজ একটি প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করেন।