ডামুড্যা মহা সড়কে বেপরোয়া গতিতে বালুবাহী টলি নিয়ন্ত্রন হারিয়ে দোকানের খুটি ভেঙ্গে ভিতরে ডুকে যায় অল্পের জন্য রক্ষা পেলেন মালিক সহ ৩জন

ডামুড্যা মহা সড়কে বেপরোয়া গতিতে বালুবাহী টলি নিয়ন্ত্রন হারিয়ে দোকানের খুটি ভেঙ্গে ভিতরে ডুকে যায় অল্পের জন্য রক্ষা পেলেন মালিক সহ ৩জন । ২৯ এপ্রিল মঙ্গলবার দিন দুপুরে ডামুড্যা মহাসড়ক বাসষ্টার্ন চৌরাস্তা নামক স্থানে ঘটনা ঘটে 
উত্তর ডামুড্যা থেকে  দক্ষিন ডামুড্যা যাওয়ার পথে বেপরোয়া গতির কারনে ১টি টলি গাড়ি ১০০ফিট ভিট বালু নিয়ে গ্যারেজের ভিতরে খুটি ভেঙ্গে ভিতরে ডুকে যায় এতে কোন লোক হতাহত হয়নি । কিন্তু গ্যরেজেটির বেপক ক্ষতি হয়েছে এই দিকে চালক পালিয়ে যায় নাম জানতে চাইলে ও আসে পাশে কেউ বলতে পারে না।জানাযায় গাড়িটির ক্লাস এর  তার ছিড়ে যাওয়াতে এই দূর্ঘটনা ঘটে।গ্যাজের মালিক ওয়াসিম বলে গ্যারেজের ভিতরে আমরা৩জন মিলে আইসক্রিম খাচ্ছিলাম এই মুহুর্তে উত্তর দিক থেকে খুব দ্রুত বেগে টলিটি এসে আমার দোকানের ভিতরে ডুকে যায়,খুটি থাকার কারনে আমরা ৩জন বেচে গেলাম।স্থানীয় আবুল হোসেন বলেন  বর্তমানে এই গাড়ি গুলো দানব আকৃতিতে চলাফেরা করছে দেখতে ভয় লাগে । পথচারি ১জন নাম বলতে অনিস্চুক বলেন এই গাড়িগুলোর নাই কোন ড্রাইভিং লাইন্সে নাই কোন গাড়ির লাইন্সে  দাপিয়ে চালাছে পাল্লা দিয়ে বড় বড় পরিবহনের সাথে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা ।