বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলা ও ভাংচুরের মামলায় নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকাররের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (৩০শে জুলাই) বিকালে নীলফামারী জেলা দায়রা ও জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। তবে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মোঃ আব্দুল মালেক সরকার ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। এছাড়া ২০১৯ সালে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।
 
উল্লেখ্য, ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির প্রধান আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারও কারাগারে রয়েছেন।
 
পুলিশ সুত্রে জানা যায়, মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। আইনী প্রক্রিয়ার অংশ হিসেবে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।