কুড়িগ্রামের ঢুষমারা থানা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ঢুষমারা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ বাবুল আক্তার (৫৫), তিনি মোহনগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
অপর গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. দুলাল হোসেন (৪০), ৯নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি। তিনি মোহনগঞ্জ ইউনিয়নের নয়ারচর গোয়ালপাড়া গ্রামের মো. আবুল কালাম তালুকদারের পুত্র।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানে উল্লিখিত দুইজনকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
ঝটিকা মিছিল ও লিফলেট বিতরনের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে তাদের কে গ্রেফতার করা হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে।
এই বিশেষ অভিযানটি এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর অবস্থানের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।"