চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের খালের উপর নির্মিত একমাত্র কাঠের সেতুটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষেরা। ভারী বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতের কারণে কাঠের তৈরি সেতুটি মাঝখান দিয়ে ভেঙে যায়,ফলে প্রতিদিনই কঠিন দুর্ভোগ পোহাতে হচ্ছে ধোপাছড়ির ইউনিয়নের মানুষদের ।

পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় যোগাযোগের মাধ্যম  একমাত্র কাঠের সেতুটি ছিলো খুবই  গুরুত্বপূর্ণ। সেতুটি ভেঙে যাওয়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ধোপাছড়ি ইউনিয়নের দুই পারের মানুষের, এবং নৌকায় করে পারাপার হতে হচ্ছে প্রতিদিন দুই পাড়ের মানুষের। সেতুটি ভেঙে যাওয়ার কয়েক মাস অতিবাহিত হলেও, সেতু মেরামত না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। 

বিশেষ করে, স্কুল শিক্ষার্থী সহ জরুরী অসুস্থ রোগী হাসপাতালে নিতেও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ধোপাছড়ির ইউনিয়নের সাধারণ মানুষদের। 

স্থানীয়দের অভিযোগ, সেতুটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি । তাছাড়া এ বিষয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছে ৷