২৫/০৪/২০২৫ইং তারিখ দিবাগত রাত ১২টার পর লিলির মোড় সংলগ্ন পাহাড়পুর এলাকায় সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমানের বাড়ি হতে "মেডিসিন মার্ট "এর স্বত্বাধিকারী সুষমসহ ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে অসামাজিক ও অবৈধ কার্যকলাপে থাকা অবস্থায় দিনাজপুর কোতোয়ালি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমান-এর নেতৃত্বে একদল চৌকস পুলিশের টিম তাদেরকে  আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ হাজার  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামীদের নাম  ঠিকানা:-

.আহম্মেদ তানভির হুদা @ সুষম (৫৪)

পিতা-মৃত নুরুল হুদা

মাতা-মৃত খুরশিদ জাহান

গ্রাম-পাহাড়পুর

থানা-কোতয়ালীজেলা-দিনাজপুর

.গোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ(৩২)

পিতা-মৃত সামসুর রহমান

মাতা-মাসুরা বেগম

গ্রাম-ঈদগাহ আবাসিক এলাকা

থানা-কোতয়ালীজেলা-দিনাজপুর

.মোপারভেজ আলম রাজু(২১)

পিতা-মোআবুল হোসেন

মাতা-মোছাপারুল বেগম

গ্রাম-বোধ পালিগা

থানা-পীরগঞ্জজেলা-ঠাকুরগাও

.বিষ্ণু রায়(২৬)

পিতা-পুনেন্দ্র রায়

মাতা-বিনা রানী রায়

গ্রাম-গড়নরপুর

থানা-কাহারোলজেলা-দিনাজপুর

.মোশামিম হোসেন(৪৫)

পিতা-মোফজলুর রহমান

মাতা-সাজেদা বেগম

গ্রাম-পুলহাট মাঝিপাড়া

থানা-কোতয়ালীজেলা-দিনাজপুর

.মোরুবেল ইসলাম(৩৫)

পিতা-মোনজরুল ইসলাম

মাতা-মোছাবেলী আক্তার

গ্রাম-পূর্ব সাদিপুর

থানা-কাহারোলজেলা-দিনাজপুর

.মোছাজবা চৌধুরী @ সারা(১৮)

পালক পিতা-জহুরুল চৌধুরী

স্বামীগোলাম মোহাম্মাদ মমতাজুর রহমান রাজ

মাতা-তহমিনা খাতুন

গ্রাম-খোদ মাধবপুর মেডিকেল মোড়

থানা-কোতয়ালীজেলা-দিনাজপুর

.মোছারিমি বেগম(২৩)

পিতা-মোরিয়াজুল ইসলাম

গ্রাম-মিশন মোড়

থানা+জেলা-লালমনিরহাট

.মোছামনি আক্তার(১৮)

পিতা-মৃত তৈয়ব আলী

মাতা-রওশন আরা

গ্রাম-মিশন মোড়

থানা+জেলা-লালমনিরহাট

১০.মোছানিলিমা ইসলাম(১৯)

পিতা-মৃত কুকি

মাতা-মোছাঝরনা বেগম

গ্রাম-থানা পাড়া রেলওয়ে কলোনী

থানা+জেলা-লালমনিরহাট

এসময় তাদের কাছ থেকে ২০০০ পিস ইয়াবা পাওয়া গেছে দুইটা মোটরসাইকেল,ছয়টা স্মার্ট ফোন এবং দুইটা বাটন ফোন পাওয়া গেছে, নগদ টাকা এক লক্ষ বার হাজার পাওয়া গেছে। চারটা পতিতা মহিলা এবং বাড়ির মালিকসহ ছয়জন পুরুষ কে আটক করা হয়েছে