মানবসেবার মাধ্যমে মানুষকে স্মরণ করার অন্যতম প্রয়াসে চট্টগ্রামের স্বপ্নবাজ তরুণ অকালে সড়ক দূর্ঘটনায় ঝরে যাওয়া আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের স্বপ্নদ্রষ্টা ও প্রধান সমন্বয়কারী আদর্শ সমাজ কল্যাণ সংঘের কার্যকরী পরিষদের সদস্য  জনাব মুহাম্মদ মহিন উদ্দীন লিটনকে স্মরণ করল এক অনন্য সেবা কর্মকান্ডের মাধ্যমে। তারই স্বপ্নের ফ্র্রি মেডিকেল ক্যাম্প বাস্তবায়েেনর মাধ্যমে প্রায় দুই হাজারের বেশী মানুষ পেল ঔষধ সহ এক অনন্য চিকিৎসা সেবা। 

চিকিৎসা সেবা ক্যাম্পটির সার্বিকভাবে বাস্তবায়ন ও তত্তাবধান করেছে সামাজিক ও মানবিক অরাজনৈতিক সংগঠন হাটহাজারী ফরহাদাবাদ পূর্ব মন্দাকিনী আদর্শ সমাজ কল্যাণ সংঘ। এই মেডিকেল ক্যাম্পটি আয়োজনে যৌথভাবে সহযোগিতা করেছে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার  - আইওয়াইসিএম, চট্টগ্রাম চ্যাপ্টার ,লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি। ০১ মে বৃহস্পতিবার সকাল ৯.০০টা- দুপুর ২.০০টা পর্যন্ত  ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা সেবা ও স্মরণ সভা নাজিরহাট নতুন রাস্তার পশ্চিম পার্শ্বস্ত মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের এডভাইজর ডাঃ জয়নাল আবেদীন মুহুরীর নেতৃত্বে ডাঃ মোহাম্মদ মোজাম্মেল হোসেন (পলাশ), ডাঃ মিনহাজ উদ্দিন, ডাঃ তামান্না তাবাসসুম জেসি , ডাঃ সালাহ উদ্দিন আহমেদ, ডাঃ ইলা দাশ  নবজাতক ও শিশু রোগ , মেডিসিন, প্রসূতি, স্ত্রীরোগ, বাত, চর্ম ও যৌন রোগ , ডায়াবেটিস রোগের এবং চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার টিম ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও ডায়বেটিস চেকআপ করানো হয় । চিকিৎসা সেবা ক্যাম্পে ৪৩০ জনকে চক্ষু চিকিৎসা সেবা, (তন্মধ্যে ৫০ জনকে বিনামুল্যে চোখের ছানি অপারেশনের জন্য মনোনিত করা হয় ), ১০০ জন কে গাইনি চিকিৎসা সেবা, ৩২০ জনকে মেডিসিন চিকিৎসা সেবা, ২৫০ জন  শিশুকে শিশু চিকিৎসা সেবা, ২৮৫ জনকে বাত ও চর্মরোগের চিকিৎসা সেবা প্রদান করা হয় । এছাড়াও ২৫০ জনকে রক্তের গ্রুপ নির্ণয় ও ২১০ জনকে ডায়াবেটিস স্ক্রিনিং এর মাধ্যমে পরীক্ষা করানো হয় । এছাড়াও ২০০ জনের অধিক রোগীকে কাউন্সেলিং এর মাধ্যমে সেবা প্রদান করা হয় । পাশাপাশি চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সকল রোগীকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় ।
এই কার্যক্রমে উপস্থিত ছিলেন আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার প্রেসিডেন্ট ও লাযন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির জয়েন্ট সেক্রেটারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, আইওয়াইসিএম এর জেনারেল সেক্রেটারী ফারহানা খান যুঁথী, ট্রেজারার গাজী মোহাম্মদ মাকসুদ, মিডিয়া ও পাবলিক রিলেশন অফিসার মুহিবুল হাসান রাফি, সদস্য ফাহাদ ইবনে মাজহার,সদস্য মোঃ মিরাজ হোসেন , সদস্য মোঃ ওমর ফারুক, সদস্য উম্মে হাবীবা আইরিন, সদস্য সুইটি, লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লিও আল ফয়সাল (জয়েন্ট সেক্রেটারি),লিও নাজমুল হুদা সাকিব (টেইল টুইস্টার), লিও ইশতিয়াক রিয়াজ (ব্লাড কো-অর্ডিনেটর), লিও আশফারিয়া বক্কর(সিস্টার কো-অর্ডিনেটর), লিও নুসরাত পায়েল(উপ-সিস্টার কো-অর্ডিনেটর),  লিও সজিব হোসাইন(মেম্বার), লিও নির্ঝর (মেম্বার), আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি শরীফুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মো: সালাউদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর মো: সিদ্দিক, প্রবাসী পরিষদ সদস্য, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কাউছার উল আলম, অর্থ সম্পাদক মো: জুয়েল উদ্দিন, আরিফ,রিয়াদ,সাঈম, আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি শরীফুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মো: সালাউদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর মো: সিদ্দিক, প্রবাসী পরিষদ সদস্য, আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কাউছার উল আলম, অর্থ সম্পাদক মো: জুয়েল উদ্দিন, আরিফ,রিয়াদ,সাঈম  অন্যান্য সম্পাদক মন্ডলী এবং জুনিয়র সদস্যবৃন্দ । দিন ব্যাপী এই চিকিৎসা সেবা ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে সার্বক্ষণিক শৃঙ্খলার দায়িত্ব পালন করেন নাজিরহাট কলেজের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট,গার্লস গাইড, যুব রেডক্রিসেন্ট ইউনিট,স্কাউট এবং আদর্শ সমাজ কল্যাণ সংঘের তরুন স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ ।