বৃহস্পতিবার সিলেট নগরীর টিলাগড়ে অবস্থিত চান্দুশাহ জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
ইমদাদ ইভান ও আরাফাত রহমান চৌধুরীর যৌথ উপস্থাপনায় কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীতের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয় ।
হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক হাফিজ মাও. মো. ছালিম আহমদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমেডি কিং এর অভিনেতা ও ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সৈয়দ ফরহাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা জনাব আব্দুল্লাহ আল মুহাইমিন মুসা , ইউনাইটেড পিপলস পার্টি সিলেটের সংগঠক জনাব আশরাফ আলী খান , ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচালক জনাব আবিদ হোসেন খান, চান্দুশাহ মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব আহবাব মদনী জুয়েল সহ প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, সমাজের প্রত্যেকটি স্তরে তোমাদের মত স্বেচ্ছাসেবীদের অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন , তোমাদের মত তরুণরা দেশের ভবিষ্যৎ । আশা করি তোমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে । আমি সবসময় তোমাদের সাথে আছি এবং সাথে থাকব, ইনশাআল্লাহ । তোমাদের যেকোন প্রয়োজনে আমাকে পাশে পাবে ।