রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের অভিযানে ৫৩ পুরিয়া হেরোইনসহ নুরু শেখ (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নুরু শেখ গোয়ালন্দ উপজেলার কাজীপাড়া এলাকার বাবু শেখের ছেলে।
শুক্রবার (২ মে) রাত ৮টার দিকে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া বাস টার্মিনালের যাত্রী ছাউনির পাশে একটি পানের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ বিল্লাল হোসেনের নেতৃত্বে এ অভিযান চালিয়ে নুরু শেখকে থেকে ৫৩ পুরিয়া হেরোইনের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে শনিবার (৩ মে) রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।