ঢাকার ধামরাইয়ে প্রতিদিনই নিভানো হচ্ছে ইটভাটা, সেই ইটভাটার মালিকদের অসাবধানতার কারনে আগুন নিভানোর সময় চিবনি থেকে নির্গত দুষিত ধোয়ায় ও বিষাক্নত গ্যাসে পুড়ে গেছে ১২০ হেক্টর জমির বোরো ধান। ফলন না পাওয়ার আশঙ্কা করছেন শতাধিক কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ফসল রক্ষায় অবৈধ ইটভাটা দ্রুত অপসারন ও ক্ষতি পূরনের দাবি জানিছেন ভাটা মালিক ও উপজেলা প্রসাশন বরাবর।
তবে ইটভাটার মালিক পক্ষের সাথে কথা বলে কৃষকের ক্ষতি পূরন করে দেয়া হবে বলে জানান উপজেলা প্রশাসন।
আর কিছু দিন পর ঘরে তুলতো যে ধান সে ধান এখন প্রায় পুরো পুরোই চিটা। ইটভাটার বিষাক্ত গ্যাসে পুড়েছে ধামরাই উপজেলার কুল্লা,সানোড়া,সুতিপাড়াসহ তিনটি ইউনিয়নের প্রায় ১২০ হেক্টর জমির বোরো ধান।
চোখের সামনে যত্নে লাগানে বোরো ধান নষ্ট হওয়া দেখে দিশোরা হয়ে পড়েছে কৃষক। বোরো ধান নষ্ট হওয়ার জন্য ক্ষেতের পাশের ইটভাটাকে দুষছেন তারা। তবে কৃষকদের দাবি শুধু বোরো ধানই নয়,মৌসুমী ফল ও শাক-সবজির উপরও এর প্রভাব পড়ছে।
ইটভাটার নির্গত বিষাক্ত গ্যাসে পুড়ে যাওয়া ধানক্ষেত পরির্দশন করেছে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, পরে সাংবাদিকদের তিনি জানান অতি দ্রুত ক্ষতি পূরন দেয়া হবে বলে।
প্রসঙ্গত ধামরাই উপজেলায় বৈধ-অবৈধ মিলে প্রায় ২০০ শতাধিক ইটভাটা রয়েছে, ক্ষতিকর এই অবৈধ ইটভাটা গুলো বন্ধের দাবি স্থানীয়দের।
এ পর্যন্ত যাদের ভাটার ছেড়ে দেওয়া গ্যাসে ধান পুড়েছে, মেসার্স টাটা ব্রিকস নওহাটি, মেসার্স দাদা ব্রিকস সুতিপাড়া, মেসার্স লায়ন ব্রিকস -১ সুতিপাড়া, মেসার্স এইচ এস বি, কান্দাপাড়া, মেসার্স এ বি সি ব্রিকস সুঙ্গর।