ঢাকার ধামরাইয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার( ০১ মে) দুপুরের দিকে ধামরাই থানা বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে এ মে দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে ধামরাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা শহীদুল ইসলাম সুজন।
এ সময় প্রধান অতিথি বলেন, শ্রমিকরা দির্ঘ্য সময় কাজ করার পরও যদি ন্যায্য মজুরী না পায় সেটা খুবই দুঃখের বিষয়, আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। আন্তর্জাতিক শ্রমিক দিবস কিভাবে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে তার ইতিহাস তুলে ধরেন। শ্রমিকদের যে কোন বিপদে পাশে থাকার আশ্বাস দেন। কাজের সময় শ্রমিকদের নিরাপত্তার বিষয়ও তুলে ধরেন। সকলকে একত্রিত হয়ে থাকার আহবান জানান তিনি। সেই সাথে শ্রমিকদের ন্যায্য মজুরির বিষয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন এবং খালেদা জিয়া ও তারেক জিয়ার কথাও তুলে ধরেন।
এ সময় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কামরুল ইসলাম স্বপন
অন্যান্য বিশেষ অতিথি বক্তারা বলেন, সব সময় শ্রমিকের ন্যা্য মজুরি দিতে হবে। কেউ যেন নির্যাতিত না হয়। আমরা সব সময় শ্রমিক ভাইদের পাশে আছি, থাকবো। তাদের শ্রমের বিনিময়ে ধনীরা আরাম আয়েশে থাকেন। শ্রমিকরা সমাজের সম্পদ।কিন্তু আজ তারা নির্যাতিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনকিলাব পত্রিকার সাংবাদিক আনিস উর রহমান স্বপন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, মফিজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সকল শ্রমিক ভাইদের কল্যানের জন্য দোয়ার আয়োজন করা হয়।