ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের নব নির্মিত চতুর্থ তলার টয়লেট থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের নব নির্মিত চতুর্থ তলার টয়লেট থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাত ৮ টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী  তিনি উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।জানাযায়,সকালে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে  আর বাড়ি না ফেরায় পরে রাত সাড়ে দশটার দিকে নিহতের ভাই আব্দুল জব্বার মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে লাশ দেখে  তাহা নিশ্চিত করেন। ধামরাই থানার পুলিশ জানায়,সন্ধ্যার দিকে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশের টয়লেটের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানালে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাত দশটার দিকে তার পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের মাথাসহ বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।