ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আদালত পাড়া সড়কে অবস্থিত অর্পণ প্লাজার ২ তলায় এনআরবিসি (NRBC) ব্যাংকের উপ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১৯/০২) প্রধান অতিথি হিসাবে এ উপ শাখার উদ্বোধন করেন ব্যাংকের সিলেট জোন প্রধান FVP মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন এনআরবিসি'র কিশোরগঞ্জের এরিয়া ম্যানেজার রকিবুল হাসান সবুজ।
সরাইলের ব্রাঞ্চ ইনচার্জ মো. হাবিবুল্লাহর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক আবদুল মান্নান ভূইয়া রেনু, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটু ব্যবসায়ী ও ঠিকাদার মানিক বিশ্বাস ও ব্রাঞ্চ ব্যবস্থাপক শরীফুল ইসলাম।
বক্তারা নবীনগরে এনআরবিসি'র এ ব্রাঞ্চ থেকে গ্রাহকরা সহজ ব্যাবস্থাপনায় উন্নত সেবা পাবেন এ আশাবাদ ব্যাক্ত করেন।
ব্রাঞ্চ ম্যানেজার শরীফুল ইসলাম তার বক্তব্যে বলেন , ব্যাংকটি চালু হওয়ার আগেই আমাদের ইতিমধ্যে দু'শর বেশী গ্রাহক সৃষ্টি হয়েছে। এতে আমরা পুলকিত। আশা করছি, আমরা গ্রাহকদেরকে তাদের চাহিদা অনুযায়ি সর্বোচ্চ সেবা দিতে পারবো। সেজন্য আমরা সকলের সার্বিক সহযোগিতা চাই।