নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি ও ভারতে মুসলমান নিধনের প্রতিবাদে ২৫ ই এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর হেফাজত ইসলামী কটিয়াদি উপজেলা শাখার উদ্যোগে কলা মহল মসজিদ চত্বরে এক বিশাল বিক্ষোভ ও গণসমাবেশের আয়োজন করা হয়।
উক্ত গণসমাবেশে হেফাজত ইসলামী কটিয়াদী উপজেলার সভাপতি মাওলানা সাঈদ আহমেদ এর সভাপতিত্বে হাজী ইউসূফ আলী এবং হাফেজ মাওঃ মুফতি শামসুল আলমের যৌথ সন্চালনায় বক্তব্য রাখেন হাফেজ মাওঃ সিদ্দিকুর রহমান,মুফতি আব্দুর রশীদ ওয়াহেদী মাওলানা হাদিউল ইসলাম মাওঃমুফতি আল আমিন, মাওঃতোফাজ্জল হক্ব রশীদী মাঃসাইদুর রহমান,মাওঃ উসমান শহীদী , মাওঃ আল আমীন, মুফতি মাসউদুর রহমান,মুফতি হেলাল উদ্দীন, মাওলানা শফিকুল ইসলাম,মাওঃ আনিসুজ্জামান
মাওঃ আহমদ শফী সুহাইল প্রমোখ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ২০১৩ সালের ৫ ই মে শাপলা চত্বরে গণহত্যার দ্রুত বিচার এবং ফ্যাসিবাদের আমলে হেফাজত নেতা এবং আলেম উলামাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর পূর্ন আস্থা এবং বিশ্বাস পুনর্বহাল করতে হবে, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রদত্ত সুপারিশ ( ধর্মীয় বিধান, ইসলামী উত্তরাধিকার আইন,পারিবারিক বৈষম্য প্রস্তাব) বাতিল করতে হবে
এবং উক্ত সংস্কার কমিশন বাতিল করে ইসলামপন্থি ব্যক্তিদের দ্বারা নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করতে হবে, ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত এবং ওয়াকফ আইন বাতিল করনে অন্তর্বর্তী সরকার কে কার্যকরী ভুমিকা রাখতে হবে, ফিলিস্তিনের পক্ষে সরকার কে কার্যকরী ভুমিকা এবং সহায়তা প্রদানের ব্যবস্থা গ্রহন করতে হবে।
সমাবেশ শেষে তৌহিদী জনতাদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়, মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করেন।