গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহীদুল্লাহ্ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যুক্ত শোক বিবৃতিতে বলেন,  মুক্তি যুদ্ধোত্তর বাংলাদেশে " দৈনিক সংবাদ " এর সাহিত্য পাতার সম্পাদক এর দায়িত্ব পালন কালীন সময়ে ১৯৭৪ সালে কবি দাউদ হায়দার "কালো সূর্যের কালো জ্যোৎস্না " কবিতা লেখার কারণে প্রথমে তিনি কারারুদ্ধ হন এরপর দেশ থেকে বহিস্কৃত হয়ে কলকাতায় প্রায় ১২ বৎসর নির্বাসিত জীবন যাপন করেন। এই কবি, সাহিত্যিক এবং সাংবাদিক নির্বাসিত জীবনের এক পর্যায়ে জার্মান নোবেল বিজয়ী সাহিত্যিক গুন্টার গ্রাসের সহযোগিতায় ১৯৮৬ সালে জার্মানীতে চলে যান এবং কর্মক্ষেত্রে বিপুল সাফল্য অর্জন করেন। তার রচিত গ্রন্থ সমূহের মধ্যে "জন্মই আমার আজন্ম পাপ " গ্রন্থ খানি এ দেশের মানুষের মুখে মুখে উচ্চারিত প্রবাদ বাক্যের মতো একটি নাম। এই নির্বাসিত কবি ৫১ বৎসরের ও উর্দ্ধকালের নির্বাসিত কখনো আর দেশে ফিরে আসেননি। জার্মানীর একটি হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় গত শনিবার( ২৭/০৪/২০২৫ খ্রি.)  গভীর রাতে তিনি পরলোক গমন করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।বিবৃতিতে তারা আরও বলেন,তাঁর মৃত্যুতে গণতন্ত্রী পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী দের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তারা।-সংবাদ বিজ্ঞপ্তি