ইসলামী আন্দোলন বাংলাদেশ,নেত্রকোণা জেলার জেলা সম্মেলন ২০২৫ আগামী ৬ ফেব্রুয়ারি,২০২৫ বৃহস্পতিবার নেত্রকোণার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে।


উক্ত সম্মেলন ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা। জানা যায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান।

এছাড়াও একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দে উপস্থিত থাকার কথা রয়েছে।


সম্মেলন সফল করার জন্য প্রতি থানা,ইউনিয়ন এবং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করছেন দলটির নেতাকর্মীরা। তাদের মন্তব্য “ সম্মেলন সফল করতে যা কিছু প্রয়োজন তাই করবো।"


সামনের নির্বাচনকে সামনে রেখে জেলা সম্মেলনটিকে গুরুত্বের সাথে দেখছেন কেউ কেউ।

জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ট্রামকার্ডে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোণার রাজনীতিতেও ক্রমে প্রভাব বিস্তার করে চলেছে দলটি।


দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেত্রকোণা জেলা সভাপতি সায়াদ আল ফাহিম বলেন “ নেত্রকোণার এমন কোনো ঘর বাকী থাকবে না যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দাওয়াত পৌছুবে না। আমরা খুব আশাবাদী। নেত্রকোণার জনগণ আমাদের দাওয়াত গ্রহণ করবেন।"