নেত্রকোণা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

নেত্রকোণা সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ মে ২০২৫) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী সুপার মোঃ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মুসা, সাবেক কোষাধ্যক্ষ, জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাদেক খান দিপ, সভাপতি, পৌর কৃষক দল; মোস্তফা মাসুদ, সদস্য, জেলা বিএনপি; মোঃ নজরুল ইসলাম, সভাপতি, কৃষক দল; মাজহারুল ইসলাম আয়াতুল, ছাত্রদল সভাপতি ও মাহবুবুল ইসলাম কমল, চেয়ারম্যান, ১নং মোগাতী ইউনিয়ন।
বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা, পাঠদানের মান বৃদ্ধি এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।