নোয়াখালীর সদর উপজেলা আন্ডারচরে নিউ মডেল জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে দুর্নীতি, জাল-জালিয়াতির আশ্রয় নেয়ার অভিযোগ ওঠেছে

নোয়াখালীর সদর উপজেলা আন্ডারচরে নিউ মডেল জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি পদে দুর্নীতি, জাল-জালিয়াতির আশ্রয় নেয়ার অভিযোগ ওঠেছে।

সূত্র জানায়, প্রধান শিক্ষক মো. সেলিমের প্রকাশ্য সহযোগিতায় এ বিদ্যালয়ে একজন জাল-জালিয়াতির হোঁতা হিসেবে চিহ্নিত মো. নিজাম উদ্দিনকে সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
অভিযোগ রয়েছে, মো. নিজাম উদ্দিন মাত্র দাখিল পাশ করেন। আলিম, ফাজেলসহ কোন ধরনের শিক্ষায় শিক্ষিত না হয়েও নিজেকে আলিমসহ বিভিন্ন উচ্চতর শ্রেণীর সনদ দাখিল করেন। অথচ আলিম পরীক্ষায় তিনি যে সনদ দাখিল করেছেন তাতে জনৈক আবুল কালাম নামের এক শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। এদিকে, নিজাম উদ্দিনের এমন দুর্নীতিগ্রস্ত শিক্ষাগত যোগ্যতার পাতায় সত্যায়ন করেছেন খোদ প্রধান শিক্ষক মো. সেলিম নিজেই। অথচ, প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা ছাড়া এসব সনদে সত্যায়িত করার কোন ক্ষমতাই রাখেননা প্রধান শিক্ষক সেলিম।
সভাপতি মো. নিজাম উদ্দিন বলেন, আমার নামে  সব অভিযোগ মিথ্যা। 
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. সেলিমকে মুঠোফোনে জানতে চাইলে পরে কথা বলবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।