সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে নয় লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক করেছে বিজিবি টিম।
রবিবার রাতে জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তে অভিযানে এই গরুগুলো আটক করা হয়।
জানা যায়,
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় পেকপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৮/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম পেকপাড়া নামক স্থান হতে ০৪টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৬০ হাজার টাকা এবং বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলোনী নামক স্থান হতে ০৭টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা । সর্বমোট ভারতীয় গরু ১১টি, যার আনুমানিক সিজার মূল্য নয় লক্ষ দশ হাজার) টাকা। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, ঈদকে সামনে রেখে গরু চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।