কলাপাড়ায় ইউএনও রবিউল ইসলামের অপসারণ ও দুর্নীতির তদন্ত দাবিতে মানববন্ধন

রবিউল ইসলামের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধনে ফুঁসে উঠলেন কলাপাড়াবাসী। কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলামের অপসারণ এবং দুর্নীতির তদন্ত দাবিতে স্থানীয় সচেতন নাগরিকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, ইউএনও রবিউল ইসলাম রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা জানান, স্থানীয় আওয়ামী লীগের একটি সিন্ডিকেটের মাধ্যমে দুর্নীতি ও অনিয়ম চালিয়ে যাচ্ছেন তিনি। এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। মানববন্ধনে বক্তারা আরও বলেন, ইউএনও’র বিরুদ্ধে যথাযথ তদন্ত না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। স্থানীয়ভাবে এই ইস্যুতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।