গত ৯ জুন সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরাজানান, ছাগলে গাছ খেয়ে ফেলায় তা বলতে গেলে কোটখালী বাজারের জনসম্মুক্ষে ছুরি দিয়ে বুকে, পিঠে এবং মাথায় আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সুলতান খান, বাবুল খান ও মো. দুলাল খানকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত বাবুল খানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল রেফার করেন এবং সেখান থেকে ঢাকা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে। তারা আরো জানান, মো. সাইমুনখান, বাইজিদ খান, ইমাম খান, শান্ত খান সংঘবদ্ধভাবে এ হামলা চালিয়েছেন।
গলাচিপা অফিসার ইনচার্জ আসাদুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা সত্যতাও পাওয়া গিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উভয়ই উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের কোটখালি গ্রামের বাসিন্দা।