রাজবাড়ীর পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৮ কেজি।
শনিবার (০৩ মে) সকাল সাড়ে ৯ টার সময় জেলে জালাল প্রামানিকের জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ মাছের আড়তে নিয়ে আসলে এক নজর দেখতে ভীড় করে উৎসুক জনতা।
পরে সেখানে উন্মুক্ত নিলামে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্লা।
বিসমিল্লাহ মৎস্য আড়তের মালিক মোমিন মন্ডল বলেন, পদ্মা ও যমুনায় বড় বড় মাছ ধরা পড়লে জেলেদের মুখে হাসি ফুঁটে। শনিবার ভোর থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে জালাল প্রামানিক। সাড়ে ৯ টার সময় তার জালে টান পড়লে বিশাল আকৃতির এ মাছটি উঠে আসে। পরে আড়তে নিয়ে আসলে উম্মুক্ত নিলামে বিক্রি হয়।
দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্লা বলেন, সকালে ধরা পড়া মাছটি ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নিয়েছি। আপাতত মাছটি ঘাটের পল্টুনের সাথে বেঁধে রাখা হয়েছে। সেই সাথে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে, একটু বেশি দাম পেলেই মাছটিকে বিক্রি করা হবে।