রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে মোবাইল কোর্টে ৫টি বাস থেকে ১০ হাইড্রোলিক হর্ণ জব্দ করাসহ সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে

রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে মোবাইল কোর্টে ৫টি বাস থেকে ১০ হাইড্রোলিক হর্ণ জব্দ করাসহ সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস উপলক্ষে দেশব্যাপী একযোগে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে রাজবাড়ী জেলায় বিভিন্ন পরিবহনে অননুমোদিত মাত্রার হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দদূষণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানে ৫ টি বাস থেকে ১০ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয় এবং বাসের ড্রাইভারদের ৯ হাজার ৫শত টাকা জরিমানা ধার্যপুর্বক আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর- রশীদ সহ জেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ। এ সময় শব্দদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন রকম স্টিকার ও লিফলেট বিতরণ করা হয়। রাজবাড়ী জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্টের আইন-শৃঙ্খলা রক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।