পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা হাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজা শীর্ষক এক বিশাল বিক্ষোভ সমাবেশ

পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বোনকোলা হাট এলাকায় অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজা শীর্ষক এক বিশাল বিক্ষোভ সমাবেশ। ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ১৩ই এপ্রিল রোববার সকালে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনিদের রক্ত বৃথা যেতে দেব না, বয়কট ইসরায়েলি পণ্য, গাজা বাঁচাও, মানবতা বাঁচাও এইসব প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। এই মানবিক ও সচেতনতা মূলক কর্মসূচিতে অংশ নেন গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জামায়াতে ইসলাম, স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ জনগণ। বিক্ষোভ সমাবেশে বক্তারা ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বিশ্বের সকল মুসলিম ও মানবতাবাদী মানুষকে একযোগে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তব্য রাখেন স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ছাত্রনেতারা ও ধর্মীয় নেতৃবৃন্দ। তারা বলেন, ইসরায়েলের বর্বর হামলা শুধু ফিলিস্তিন নয়, বরং পুরো মানবতার ওপর আঘাত। আমাদের উচিত, ইসরাইলের পণ্যের বয়কটের মাধ্যমে তাদের অর্থনীতিতে আঘাত হানা এবং বিশ্ব জনমত গড়ে তোলা। বিক্ষোভ শেষে একটি সংক্ষিপ্ত মিছিল বোনকোলা হাট প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।