পাবনা রাইফেল ক্লাবের কোষাধ্যক্ষ সরওয়ার হোসেন বিএসএসএফ-এর এডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। শুটিং খেলায় দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ, সংগঠন পরিচালনায় দক্ষতা এবং নিবেদিত ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ পদে নির্বাচিত করা হয়।
একইসঙ্গে, এডহক কমিটির অধীন গঠিত "ক্লাব গ্রেডেশন, রেঞ্জ উন্নয়ন ও প্রকাশনা উপ-পরিষদ"-এ রাজশাহী বিভাগের প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা রাইফেল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য ফরিদুল ইসলাম খোকন। শুটিং খেলায় তার দীর্ঘ সময়ের অবদান এবং সাংগঠনিক দক্ষতা ক্রীড়া মহলে ইতিবাচকভাবে আলোচিত।
কমিটি গঠনের সিদ্ধান্তপত্রটি এই মাসের ১৬ তারিখে বিএসএসএফ-এর সচিব (উপসচিব) আমিনুল ইসলাম এনডিসি-এর স্বাক্ষরে প্রকাশিত হয়।
সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক ও শুটিংপ্রেমীদের মতে, পাবনার এ দুই অভিজ্ঞ সংগঠকের জাতীয় ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত হওয়া শুধু জেলা নয়, পুরো রাজশাহী বিভাগের শুটিং খেলায় অংশগ্রহণ, অবকাঠামো উন্নয়ন ও সংগঠন পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে।
এমন সম্মানজনক মনোনয়নকে পাবনার ক্রীড়া ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন অনেকে। তারা মনে করেন, জাতীয় পর্যায়ে এ দুই প্রতিনিধির দায়িত্ব গ্রহণে জেলার শুটিং খেলায় গতি ও গৌরব দুটোই বৃদ্ধি পাবে।