বুধবার ১০ জুলাই পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে রাজাপুর, বনগ্রাম, সাঁথিয়া ঠিকানায় অবস্থিত মেসার্স এম অ্যান্ড এস ইলেক্ট্রো মিনারেল কারখানায় অভিযান পরিচালিত হয়।
অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র না নিয়েই ব্যাটারি রিসাইকেল কার্যক্রম পরিচালনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করায় এ পদক্ষেপ নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল-মাহমুদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা সহায়তা প্রদান করেন।
এর আগেও একই অপরাধে কারখানাটির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।