গাজীপুরে মাওলানা রইস উদ্দিন হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসুচি অনুযায়ী আজ শুক্রবার (২ মে) বিকাল ৪ টায় স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করলে বাধা দেয় পুলিশ। এসময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা কর্মীরা। তারা পুলিশকে লক্ষ করে ভুয়া, ভুয়া বলেও শ্লোগান দিতে দেখা যায়। 

 

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে নির্মম নির্যাতন ও হত্যা করা হয়েছে বলে দাবি তাদের। তারা জানান, ২৬ এপ্রিল গাজীপুর থেকে অসংখ্য আশেকে রাসূলকে নিয়ে ঢাকার সমাবেশে গিয়েছিলেন মাওলানা রইস উদ্দিন। সে জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে খুন করা হয়েছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমাদের কাছে ‘স্পষ্ট’। যারা এ হত্যাকাণ্ড করেছে, যারা এ দেশের মধ্যে ইসলামের নাম দিয়ে বিভিন্ন মাজারে ভাঙচুর করে তাদের বলে দিতে চাই, আমাদের সুন্নিরা বার বার রক্ত দিয়েছে, প্রয়োজনে সুন্নিরা রইস উদ্দিনের জন্য আবারও রক্ত দিতে রাজপথে নামবে।

 

তারা বলেন, দ্রুত সময়ে আমাদের ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আমাদের ঠিকানা হবে রাজপথ। গাজীপুরে মব সৃষ্টি করে তরুণ আলেমে দ্বীন ও সংগঠক মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও বিনা চিকিৎসায় কারা হেফাজতে মৃত্যুর সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিও জানান তারা। সে লক্ষ্যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করে।