ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক যুবক। নিহতের নাম সুজন ফকির (৩০), তিনি জাজিসার গ্রামের খোকন ফকিরের ছেলে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, ধান শুকানো নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে সুজন ফকিরকে ছুরিকাঘাত করেন তার আপন চাচাতো ভাই শাওন ফকির, যিনি একই গ্রামের মৃত লিটন ফকিরের ছেলে।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুজনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে কসবা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ থানার হেফাজতে নেয় এবং ঘটনাস্থল থেকে একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, শাওন একজন মাদকাসক্ত ও বেপরোয়া প্রকৃতির লোক। তিনি এর আগেও পারিবারিক কলহে জড়িয়ে পড়েছিলেন এবং নিহত সুজনের পরিবারের সঙ্গেও তার পুরনো শত্রুতা ছিল।

নিহত সুজন ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী ও দুটি ছোট সন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী দ্রুত হত্যাকারী শাওনকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এ বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ধান শুকানো নিয়ে পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত শাওনকে গ্রেফতারের চেষ্টা চলছে।”