রাজধানীর লালবাগ ও চকবাজার এলাকায় পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুই সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২৭ জুলাই) দুপুর অনুমান ১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর একটি দল ঢাকার লালবাগ থানাধীন লোহার ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দায়রা মামলা নং- ২৯৮৪/১২; ধারা- ১৯(১) এর ৩(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর অধীনে ৩ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মোঃ মনির হোসেন (৫০), পিতা- মৃত সোহরাব হোসেন, সাং- বাবুপুর, থানা- কালিয়া, জেলা- নড়াইল কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা অনুমান ৬টা ১০ মিনিটে র‌্যাব-১০ এর আরেকটি দল ঢাকার চকবাজার এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলা নং- ১১১/১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর অধীনে ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মোঃ আলিম শেখ (২৬), পিতা- শহিদ শেখ, সাং- রামনগর, থানা- কালিয়া, জেলা- নড়াইল কে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।