"প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র নয়, তারা আমাদের জাতীয় গর্ব ও মর্যাদার ধারক"—এই বার্তা সামনে রেখে সম্প্রতি কুয়েত সফর করেছেন লন্ডনপ্রবাসী সমাজসেবক ও উদ্যোক্তা গোলাম মর্তুজা।

তিনি এমএইচ গ্লোবাল গ্রুপের সিইও এবং আন্তর্জাতিক মানবিক সংগঠন ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক।

৮ জুলাই, মঙ্গলবার রাত ১০টায় কুয়েতের "রাজধানী হোটেল"-এ আয়োজিত এক মতবিনিময় সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এ সময় গোলাম মর্তুজা প্রবাসীদের ন্যায্য অধিকার, মানবিক সম্মান এবং একটি নিরাপদ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সভায় আলোচনার মূল বিষয় ছিল—প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ,মানবিক অধিকার ও মর্যাদার স্বীকৃতি, প্রবাসীদের অংশগ্রহণে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ।
এ ছাড়াও, কুয়েতে বাংলাদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায়, প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণের কথাও জানান গোলাম মর্তুজা।

তিনি বলেন, “একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে হলে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রত্যেক প্রবাসীর সম্মান, নিরাপত্তা ও মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও জানান, ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ইতোমধ্যে ‘৫ শূন্য প্রকল্প’ সূচনা করেছে। এ প্রকল্পের লক্ষ্য—শূন্য গৃহহীন, শূন্য নিরক্ষর, শূন্য চিকিৎসাহীন মৃত্যু, শূন্য ভিক্ষুক, এবং শূন্য অদক্ষ যুবশক্তি।
এই প্রকল্প ইতোমধ্যে বাংলাদেশ ও আফ্রিকার কয়েকটি দেশে বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে এবং ফাউন্ডেশনের এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।
মতবিনিময় সভা শেষে গোলাম মর্তুজা বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং ভোটাধিকার নিশ্চিত করতে একটি স্মারকলিপি প্রদান করেন।
দূতাবাসের প্রেস সেক্রেটারিসহ কর্মকর্তারা বিষয়টিকে "উচ্চ অগ্রাধিকারভুক্ত" হিসেবে গ্রহণ করেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন।