ফেনী জেলার দুর্যোগ ব্যবস্থাপনা পুর্ন - গঠন কমিটি প্রথম সভা গতকাল বুধবার (২১মে)জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্হাপননার সভাপতি ও জেলাপ্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলয়না ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাইল হোসেন। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সেনাবাহিনী ফেনী ক্যাম্প ইনচার্জ মেজর আরেফিন শাকিল,সিভিল সার্জন মোঃ রুবাইয়াত বিন করিম, জেলা বিএনপি'র সদস্য সচিব হেলাল উদ্দিন আলাল। এতে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলার ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ। সভায় দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হিসেবে জেলার সকল উপজেলা পৌরসভা ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি হালনাগাদ করণ উপজেলা ভিত্তিক দক্ষ স্বেচ্ছাসেবক দল গঠন এবং দুর্যোগ কালীন উদ্ধার যানবাহন সমূহের তালিকা নাম ঠিকানা মোবাইল নম্বর সংরক্ষণ করতে বলা হয়।