জামালপুরের বকশীগঞ্জে আকরাম হোসেন নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা গ্রামের নিজ বাড়ী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আকরাম একই গ্রামের বাচ্চু আকন্দের ছেলে।
জানা যায়, ২৬ এপ্রিল শনিবার দিবাগত রাতে নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়ে আকরাম হোসেন(৪০)। ২৭ এপ্রিল রোববার সকালে ওই ঘর থেকেই পুলিশ আকরামের লাশ উদ্ধার করে। ঘরের ভেতর থেকে একটি বিষের বোতলও উদ্ধার হয়।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, লাশ পুলিশের হেফাজতে আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।