জামালপুরে বকশীগঞ্জে ২০২৫ সালের হজ্বযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

জামালপুরে বকশীগঞ্জে ২০২৫ সালের হজ্বযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (২৬ এপ্রিল) হাজী ফাউন্ডেশন বকশীগঞ্জ শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদে দিনব্যাপী ওই হজ্ব প্রশিক্ষণ  আয়োজন করা হয়।
সকালে প্রশিক্ষণের উদ্বোধনকালে হাজী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই হজ্ব প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোকাম্মেল হক,  হজ্ব প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. শাহজাহান (এসবিসিএল), মুফতি মুহিব হাসান, হাসানুজ্জামান পলাশ।
হজ্বে গিয়ে যেসব নিয়মকানুন মেনে চলতে হবে সেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর নতুন হজ্ব যাত্রীদের হাতে কলমে  প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমেই হজযাত্রীরা সমৃদ্ধ হবেন এবং সফলভাবে হজ্ব পালনে সক্ষম হবেন।
২০২৫ সালের  হজ্বে মৌমুসের জন্য নিবন্ধন করা বকশীগঞ্জের ১০২ জন হজ্বযাত্রী ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।