জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিন কামালপুর গ্রাম থেকে ২০০পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করেছে ডিবি পুলিশ। একই সময় ডিবি পুলিশ আবুল হাসেম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। হাসেমের বাড়ী বগারচর ইউনিয়নের গলাকাটি গ্রামে। 
জানা যায়, গোপন খবরের ভিত্তিতে বকশীগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী দক্ষিন কামালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় উৎপেতে থাকে ডিবি পুলিশ। মাদক ব্যবসায়ী আবুল হাসেম(৪০) ঘটনাস্থলে আসার পরেই ডিবি পুলিশ তার দেহ তল্লাশি করে ২০০ পিচ ভারতীয় ইয়াবা উদ্ধার করে। একই সময় আবুল হাসেমকে গ্রেফতার করে। ৩০ এপ্রিল সকালে এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি মামলা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ডিবি-১এর এস আই আসাদুজ্জামান ও এস আই সুমন চন্দ্র সরকার। 
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। ৩০ এপ্রিল বুধবার দুপুরে আসামী আবুল হাসেমকে জামালপুরের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।