রূপসি বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও তিনদিনের মেলার আয়োজন করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ব্রজমোহন কলেজের মূল ভবনের মাঠে এই মেলার উদ্বোধন করেন ব্রজমোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো. তাজুল ইসলাম। জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এই মেলায় উদ্বোধন কালে প্রফেসর তাজুল ইসলাম বলেন, জীবনানন্দ দাশ এই কলেজের ছাত্র থেকে পরবর্তীতে অধ্যাপনা করেছেন। তার স্মৃতি এই কলেজের পরতে পরতে জড়িত। মনের টানেই কবি এই বাংলাতেই ফিরতে চেয়েছেন বার বার। তার কবিতায় আমাদের কাছে আজও অমর হয়ে আছেন কবি। বাংলার খ্যাতমান কবির জন্মদিনে উত্তরণের এই আয়োজনে সাধুবাদ জানাই। কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সোম থেকে বুধবার (১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি)তিন দিন ব্যাপী এ মেলা মূল ভবনের মাঠে চলবে। মেলায় দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পাশাপাশি থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জীবনানন্দ মেলা উদ্যাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন সংবাদ সম্মেলনে বলেন, জীবনানন্দের এ কলেজে তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে চারটি অধিবেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রথমে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানহবে।অন্যদিকে, চারুকলার আয়োজনে চিত্র প্রদর্শনী ‘জীবনানন্দ দাশের প্রকৃতি’ শীর্ষক, একদিনের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নগরের বান্দরোডে শিল্পকলা অ্যাকাডেমির তৃতীয় তলায় আর্ট গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন কবি অরূপ তালুকদার ও শিল্পী জগন্নাথ দে। প্রদর্শনীতে জল রং, পেন্সিল, ও চারকোলে অঙ্কিত ২৫ জন শিল্পীর ৩৪টি চিত্রকর্ম উপস্থাপিত হয়েছে। প্রদর্শনের মুখ্য সংগঠক শিল্পী তাপস কর্মকার বলেন, এটি কবির প্রতি চিত্রশিল্পীদের শ্রদ্ধার্ঘ্য। কবি বেঁচে থাকবেন শিল্পীদের অন্তরে। চারুকলা বরিশালের সভাপতি দীপংকর চক্রবর্তী বলেন, কবির কবিতা জুড়ে স্থান পেয়েছে বাংলার প্রকৃতি। প্রকৃতির এই বৈচিত্র্যই শিল্পীরা কিছুটা তুলে এনেছেন এই প্রদর্শনীতে। ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৬ সাল পর্যন্ত বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে, ইংরেজি বিভাগের শিক্ষকতা করেন।