বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যক্রম সচল ও গতিশীল রাখার লক্ষ্যে Bangladesh red crescent society order 1973 ( president ' S order no. 26 of 1973 এর 7 (4) এর প্রদত্ত ক্ষমতাবলে সোসাইটি চেয়ারম্যানের অনুমোদন ক্রমে ২৯ এপ্রিল মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত একটি সার্কুলারের মাধ্যমে
আগামী ৩ মাসের জন্য এ্যাডহক কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়
অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক) ও প্রশাসক, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারমান ( পদাধিকারবলে), ড: মো. শাহাদাৎ হোসেন, ভাইস চেয়ারম্যান, আবদুল আওয়াল চৌধুরী, সেক্রেটারি, অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে :
এডভোকেট কামাল হোসেন চৌধুরী, আসিফ চৌধুরী, মুহাম্মদ কামাল উদ্দিন, মো. দিদারুল আলম,এডভোকেট রহিম উদ্দিন চৌধুরী , রায়হানুল আনোয়ার রাহি, জাহাঙ্গীর আলম বাবর,সুষ্মিতা ইসলাম।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের নব- নির্বাচিত ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম ১৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার শাহাদাৎ হোসেন বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি চলমান কার্যক্রম গতিশীল রাখার জন্য পূর্বের ধারাবাহিক সকল কার্যক্রম চলমান রাখা , রেড ক্রিসেন্ট সোসাইটি উন্নয়নে বিশেষভাবে কাজ করা হবে জানান নব- নির্বাচিত ভাইস চেয়ারম্যান ।