পটুয়াখালীর বাউফলে জমা-জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে

পটুয়াখালীর বাউফলে জমা-জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে ইব্রাহীম মৃধা(৩২) ও ফিরোজ ফকির (৩৫) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ভাংড়া গ্রামে ওই ঘটনা ঘটে। 

জানাগেছে, ভাংড়া গ্রামের চুন্নু গাজির(৩৮) সাথে পাশের বাড়ির ছালম মৃধা(৬০) ও কালাম মৃধার(৫৫) জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ ওই জমিতে থানার অবহিতমতে মুগ ডাল রোপন করেন চুন্নু গাজি। সোমবার সকালে চুন্নু ও তার পরিবার ডাল তুলতে গেলে প্রতিপক্ষ ছালামও কালাম মৃধা পক্ষের আলাল উদ্দিন (৪০), আনিচ (৩৫), রমিজ (২৫), রিয়াজ (২২), রাব্বি (২৩), ফিরোজ গাজি (৩৮), রাসেল (৩২), সাইফুল (২৮)সহ ১৫/২০জনের একটি দল হামলা করে। এসময় কুপিয়ে ও মাছ ধরার কোচের আঘাতে চুন্নু পক্ষের মো ইব্রাহীম মৃধা ও ফিরোজ ফকিরকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হসাসপাতালে প্রেরণ করে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডাক্তার ফাতেমা আক্তার যুথি জানান, ইব্রাহীমের হাতের আঘাত বেশ গুরুতর ছিল। হাতের কব্জির ভেঙ্গে বের হয়ে গেছে। এবং ফিরোজের পায়ে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ফিরোজের রানে একাধিক কোপের আঘাত রয়েছে যা গুরুতর। তাদেরকে বরিশাল রেফার করা হয়েছে।

এবিষয়ে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।