১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়

১৮ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়  মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয় ‌। সুইড সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
সরিষাবড়ী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, স্নায়ূ বৈচিত্রকে বরণ করি, টেকসই সমাজ গড়ি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয় ‌। শোভাযাত্রা শেষে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ‌। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবুল হোসেন সরকার ‌। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চাঁদ মিয়া। আরো বক্তব্য দেন স্পেশাল  অলিম্পিকস বাংলাদেশের ব্যবস্থাপক অরিনদাম পান্ডে, কোচ মুর্তুজা ইকবাল নরী প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান।