সাতক্ষীরা জেলার বুধহাটা ইমারত নির্মাণ শ্রমিক সংঘের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার ১লা মে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বুধহাটা করিম সুপার মার্কেটে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। সকাল ৯ টায় সংগঠনের কার্যালয়ে পতাকা উত্তোলন, বিকাল পাঁটায়  করিম মার্কেট থেকে একটি র‍্যালি বের হয়ে বুধহাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদর্শন শেষে করিম মার্কেটে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম ও ফারুক হোসেন লেলিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের এপিপি ও ইমারত নির্মাণ শ্রমিক সংঘের উপদেষ্টা এডভোকেট শহিদুল ইসলাম বাচ্চু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুর রব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, ইমারত শ্রমিক সংঘের উপদেষ্টা ও বিএনপি নেতা আব্দুল করিম ঢালী, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস কে হাসান, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি হাসান ইকবাল মামুন, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফার ডানিস,
বুধহাটা মসজিদের ইমাম হাফেজ বেলাল হোসেন, উপজেলা জামাতের নায়েবে আমির মোশারফ হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, বিএনপি নেতা রেজাউল ইসলাম, মো: মনিরুজ্জামান মনি, রফিকুল ইসলাম,ডাক্তার মোশাররফ হোসেন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন, কুল্যা ইউনিয়ন জামাতের আমির ইউসুফ আলী, শ্রমিক সংঘের সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোতাহার হোসেন,সহ-সভাপতি আতিকুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, মোঃ হাফিজুল ইসলাম, সহসাংগঠনিক রবিউল ইসলাম ঢালী, কোষাধক্ষ্য জয়নাল আবেদীন, কাদাকাটি অফিসের সভাপতি আব্দুল মান্নান, মহিষাডাঙ্গা সাধারণ সম্পাদক শঙ্কর দাশ,পাইথালি সহ সভাপতি ফজলুর রহমান, সার্বিক সহযোগিতায় আলম ট্রেডার্স, সার্বিক ব্যবস্থাপনায় মুক্তাজুল ইসলাম।
 আঞ্চলিক প্রেসক্লাবের কোষাধক্ষ্য বাবুল হোসেন, সাংবাদিক ফারুক হোসেন, আবু হাসান চঞ্চল,
 অনুষ্ঠানে ইসলামিক সংগীত পরিবেশন করেন কামাল হোসেন ও দেলোয়ার হোসেন।