রাজধানী রামপুরার টেলিভিশন সংলগ্ন এলাকায় রমজান পরিবহন নামের এক বাসের চাপায় গুরুতর আহত হয় সাব্বির নামের এক কিশোর।

রাজধানী রামপুরার টেলিভিশন সংলগ্ন এলাকায়  রমজান পরিবহন নামের এক বাসের চাপায় গুরুতর আহত হয় সাব্বির নামের এক কিশোর।  আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ নেওয়া হয়।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাব্বির নামের এক যুবক রাস্তা পার হবার সময়, রমজান পরিবহন নামের বেপরোয়া এক বাস চাপা দেয় তাকে, বাসের চালোক ও হেল্পার পালিয়ে গেলে  ক্ষুব্ধ জনতা ঘাতক বাস সহ আরো ৪ টি রমজান পরিবহন বাসে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। এ বিষয়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট বলেন।  আজ ২৫/০১/২০২৫ আনুমানিক সন্ধ্যা ৬:৪৫ এ রমজান বাসের চাপায় এক কিশোর আহত হলে সাধারন মানুষ ঘাতক বাসটিকে আটক করেন এবং ভাংচুর করেন।  ভিকটিম কে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  ঘাতক বাস চালোক কে ধরবার জন্যে আমারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।