নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ তার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ তার পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে তার ফেসবুক পেইজে পদত্যাগ পত্র প্রকাশ করে জেলা কমিটির আহবায়ক সদস্য সচিব বরাবর একটি লিখিত পদত্যাগ পত্র জমা দেন। এ বিষয়ে শাকিল সাইফুল্লাহর কাছ থেকে জানা যায়, জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, আন্দোলন সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং ন্যায়ের পক্ষে রাজপথে সক্রিয় অবদান রাখা বাংলাদেশের আইনজীবীদের নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সুসংগঠিত করতে জাতীয় নাগরিক পার্টি ‘এনসিপি আইনজীবী উইং’ গঠনের উদ্যোগ নিয়েছে। নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র-নেতৃত্বাধীন রাজনৈতিক দল। বর্তমানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে এ নতুন রাজনৈতিক সংগঠন এনসিপিতে যোগদানের নিমিত্তে এ সিদ্ধান্তে উপনীত হয়েছি।