লালমনিহাটের হাতিবান্ধায় গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার কারণে চাকরি হারায় আবু জাহিদ জিম

লালমনিহাটের হাতিবান্ধায় গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার কারণে চাকরি হারায় আবু জাহিদ জিম ! 
ভুক্তভোগী আবু জাহিদ জিম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রাইম ব্যাংকে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন ।
আবু জাহিদ জিম জানান বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে যখন আমার ভাই ,বোনেরা শ,হি,দ হয়। সে সময় আমি আর বাড়িতে থাকতে না পেরে(১৭জুলাই ২০২৪) বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি ।
এবং সেদিন আন্দোলনে অংশগ্রহণ করার কারণে অনেকর বিরুদ্ধে হাতিবান্ধা থানার মামলা হয় । এবং অনেকেই গ্রেফতার করে হাতিবান্ধা থানা পুলিশ ‌। এসময় আমি ভয়ে ঠিক মতো ডিউটি না করে বিভিন্ন যায়গায় লুকিয়ে থাকতাম। পরে আওয়ামী লীগের লোকজন এ খবর পেয়ে আমাকে প্রাইম ব্যাংক থেকে চাকরি চ্যুত করে।
জিম আরো বলেন এ চাকরি করে আমি পরিবার চালাতাম চাকরিটি চলে যাওয়ার অনেক কষ্টে মানবেতর জীবনযাপন করছি । 
আবু জাহিদ জিমের মানবতার জীবন যাপন এ খবর বড়খাতার তরুণ উদ্যোক্তা, শিহাব গ্রুপের চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা শিহাব আহমেদ শুনে গতকাল( ১১ এপ্রিল শুক্রবার) রাতে জিমের বাসায় গিয়ে তার কোম্পানিতে চাকরি দেন । এবং শিহাব গ্রুপের  সদস্যরা জিমের হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন।