বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় রাজবাড়ীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহাব্বত মল্লিক (৪৯) কে গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের মৃত আবুল খায়ের মল্লিকের ছেলে ও পাচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি।
শুক্রবার (০২ মে) সন্ধ্যা ৭টার সময় রাজবাড়ী সদর থানার পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
মামলা সুত্রে জানাগেছে, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টার সময় এজাহারনামীয় আসামী সহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জন রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের উপর দেশীয় অস্ত্র দিয়ে আক্রমন করে। তাদের উপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে গুলি ছুড়তে থাকে। মারপিটে এবং ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইন সহ আরো অনেকে গুলিবিদ্ধ ও আহত হয়। পরে এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মোঃ তারেখ খানের ছেলে মোঃ জিসান হোসাইন খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, থানার এসআই এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে। শুক্রবার সন্ধ্যা ৭টার সময় রাজবাড়ী সদর থানার ভান্ডারিয়া এলাকা থেকে মামলার ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আসামী মহাব্বত মল্লিককে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।