বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই অটো উদ্ধার করা হয়েছে

বোদা থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই অটো উদ্ধার করা হয়েছে। গতকাল গভীর রাতে বোদা থানার ওসি আজিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল দিনাজপুরের খানসামা উপজেলার গোলাপদিঘী গ্রানের বাজার সংলগ্ন আবেদ আলীর বাড়ীতে অভিযান চালিয়ে ২টি চোরাইকৃত ব্যাটারী চালিত চার্জার অটো উদ্ধার করে তাকে আটক করা হয়।
বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, পহেলা বৈশাখের রাতে উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের মানিকচাঁদ গ্রামের হবিবর রহমানের অটো চুরি হলে বোদা থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর তথ্য প্রযুক্তির সহায়তায় চোরকে সনাক্ত করে ২৬ এপ্রিল মাহাবুব আলম ও ২৭ এপ্রিল আবু সাইদ নামের দুই ব্যক্তিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। ২দিনের রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করে প্রদত্ত তথ্যের ভিত্তিতে দিনাজপুরের খানসামা উপজেলার অভিযান পরিচালনা করে গতকাল রাতে গোলাপদিঘী প্রানেরবাজার গ্রামের আবেদ আলীর বাড়ী থেকে ২টি চোরাইকৃত অটো সহ তাকে আটক করা হয়।  
তিনি আরো জানান, বোদা থানা পুলিশ সবসময় উপজেলার আইন শৃঙ্খলা বজায় রাখতে সোচ্ছার। চুরি ও অন্যন্য অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মামলা হওয়ার পর পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুততম সময়ে আসামী আটক করে অটো উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এর আগে বোদা উপজেলাধীন ঝলইশালশিরী ইউনিয়নের কামাত মানিকচাঁদ গ্রামের হবিবর রহমান বাদী হয়ে ১৪ এপ্রিল অজ্ঞাতনামা আসামী করে চুরির মামলা দায়ের করে। এজাহার সূত্রে জানা যায়, রাতে অটো চার্জ দিয়ে ঘুমাতে গেলে রাতে তার অটো চুরি হয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।
আটককৃত আবেদ আলীকে বোদা থানার মামলার আদালতে প্রেরণ করা হয়েছে।